অক্টোবর ১৩, ২০১৩

প্রশ্ন ।। বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানের যে কোন ৬ টি নিয়ম উদাহরণসহ লেখ ।

প্রশ্ন ।। বাংলা একাডেমি প্রবর্তিত  প্রমিত বাংলা বানানের যে কোন ৬ টি নিয়ম উদাহরণসহ লেখ



১.    সকল অ-তত্সম র্অথাৎ তদ্ভব, দশেী, বদিশেী, মিশ্র শব্দে কেবল ' ই' এবং 'উ ' এবং এদের কার চিহ্ন 'ই-কার / উ-কার' ব্যবহৃত হবে ।  যেমন - গাড়ি,বাড়ি,ভারি (অত্যন্ত অর্থে ) শাড়ি, তরকারি, বোমাবাজি, দাবি ইত্যাদি ।
এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক ইত্যাদি শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে । নানি, দাদি, মামি, জাপানি, র্জামানি ইত্যাদি।

২. রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না । যেমন : অর্চনা, অর্জন, অর্থ, অর্ধ ইত্যাদি।

৩. সর্বনাম পদরূপে এবং বিশেষণ ও ক্রিয়া-বিশেষণ পদরূপে 'কী' শব্দটি
'ঈ- কার' দিয়ে লেখা হবে।
যেমন : তুমি কী খাবে ?
অন্য ক্ষেত্রে অব্যয় পদরূপে 'ই-কার' দিয়ে  ' কি ' শব্দটি লেখা হবে।
যেমন : তুমি কি খাবে ?
পদাশ্রিত নির্দেশক টি-তে 'ই-কার' হবে । যেমন : ছেলেটি, লোকটি, বইটি ইত্যাদি ।

৪ আরবি-ফারসি শব্দে 'সে ', 'সিন ', 'সোয়াদ' বর্ণগুলোর  প্রতিবর্ণ   এবং 'শিন'-
এর প্রতিবর্ণরূপে  শ  ব্যবহৃত হব। যেমন ; সালাম, তসলিম, ইসলাম,, এশা, শাবান ইত্যাদি ।
তবে, যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান সম্পূর্ণ পরিবর্তিত হয়ে স  ছ-য়ের রূপ লাভ করেছে সেখানে ছ ব্যবহার করতে হবে।
যেমন : পছন্দ, মিছিল, মিছরি, তছনছ ইত্যাদি ।
ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি S র্বণ বা ধ্বনির জন্য  স  এবং sh , -
sion, -sson, - tion প্রভৃতি র্বণগুচ্ছ বা ধ্বনির জন্য শ ব্যবহৃত হবে।

৫. তত্সম শব্দের বানানে ণ  ও  ন-য়ের নিয়ম ও শুদ্ধতা রক্ষা করতে হব। এ-ছাড়া  তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র কোনো শব্দের বানানে ণ-ত্ব- বিধান  মানা হবে না অর্থাৎ ব্যবহার হবে না ।
যেমন : অঘ্রান, ইরান, কান, কোরান, গুনত।
তত্সম শব্দে ট ঠ ড ঢ-য়ের আগে যুক্ত নাসিক্যবর্ণ ণ - হয়, যেমন : কণ্টক, লুণ্ঠন,
প্রচণ্ড । কিন্ত তত্সম ছাড়া অন্য সকল শব্দের ক্ষত্রে ট ঠ ড ঢ-য়ের আগে কেবল ন
হবে ।

৬    শব্দের শেষ বিসর্গ  থাকবে না ।  যেমন : কার্যত, মূলত, প্রধানত ইত্যাদি ।
পদের মধ্যস্থ বিসর্গ  থাকবে । তবে অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ  বর্জনীয় । যেমন : দুস্থ , নিস্পৃহ ইত্যাদি  ।

৭.     হস্-চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে । যেমন : কাত, মদ, চট, ফটফট, কলকল ইত্যাদি । তবে যদি ভুল উচ্চারণের আশঙ্কা থাকে , তাহলে হস্-চিহ্ন ব্যবহার করা যেতে পারে ।
যেমন : উহ্, যাহ্ ইত্যাদি ।
যদি অর্থ বিভ্রান্তির আশঙ্কা থাকে, তাহলে এবং তুচ্ছ অনুজ্ঞায় হস্- চিহ্ন ব্যবহার
করা যেতে পারে । যেমন : কর্ , ধর্ , মর্ , বল্  ইত্যাদি ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন