মে ২৬, ২০১৪

প্রকৃতি প্রত্যয় ( পাঠ -১ )


প্রকৃতি প্রত্যয়
পাঠ -১
প্রকৃতি প্রত্যয় নির্ণয়ে দুটি বিষয়ে খেয়াল রাখা জরুরি।
১. প্রকৃতি- মূল শব্দের ( যে শব্দটি প্রশ্নপত্রে দেয়া হবে) অর্থ অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে   
    হবে। যেমন- পান্তা’ ভাঙলে উচ্চারণ অনুযায়ী হয়- পান+তা ( এটি ভুল) ।
                      কিন্তু অর্থ অনুযায়ী হয়- পানি+তা ( এটি সঠিক) ।  কারণ পান্তা’  
                      হচ্ছে- পানি মিশ্রিত ভাত।
২. প্রত্যয়- টি ব্যাকরণ বইতে থাকতে হবে। নিজের মতো লিখলে হবে না।
     যেমনঃ মানব- মান+অব  (অব’ বলে কোন প্রত্যয় নেই) । সঠিক প্রকৃতি-প্রত্যয়টি
     হবে – মনু+অ ।
এখন কিছু প্রকৃতি প্রত্যয় দেখে নেয়া যাক। এগুলো আত্মস্থ করে নিলে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ে সহজ হবে।

কিছু গুরুত্বপূর্ণ শব্দের প্রকৃতি

বচ্‌ = বচন,বক্তা,বক্তব্য,বাচ্য, উক্তি, উক্ত
কাঁদ = কাঁদন,কান্না,কাঁদুনে
সহিত = সাহিত্য
দীর্ঘ = দৈর্ঘ্য,দ্রাঘিমা
খ্যা = খ্যাত, খ্যাতি ,বিখ্যাত
হণ্‌ = হত্যা, ঘাতক
কৃ = কর্তা,কর্ত্রী,কারক,কারণ,কর্তব্য
পূজ্‌ = পূজা, পূজ্য, পূজারি
বহ্‌ = বহতা,বহমান
জি = জয়,জয়ী,জয়ন্ত, জয়ন্তি
জী = জ্যান্ত,জীয়ন্ত,জীবন্ত
ত্যজ্‌ = ত্যজ্য,ত্যাগ
শুচ্‌ = শোচনীয়
শ্রম্ন = শ্রুতি,শ্রবণ, শ্রবণীয়,শ্রাব্য
গণ্‌ = গণ্য,গণনা,গণক
পঠ্‌ =  পঠন,পাঠক,পাঠ্য
মনত্র = মন্ত্রণা, মন্ত্রক, মন্ত্রী
গম্‌ = গমন,গম্য, গন্তব্য
সৃজ্‌ = সৃজন,সৃজ্য,সৃষ্ট, সৃষ্টি
দৃপ্‌ = দর্পণ
দাপ্‌ =দাপট
মুড়্‌ = মোড়া,মোড়ক
দৃশ্‌ = দৃশ্য,দর্শন,দর্শক,দর্শনীয়, দৃষ্ট
দুল্‌ = দোলন,দোলনা,দোলক
লিখ্‌ =লিখা  (লেখা),লিখক  (লেখক)
স্মৃ = স্মৃতি,স্মরণ,স্মরণীয়,স্মর্তব্য
সহ্‌ = সহন,সহনীয়,সহ্য,সহিষ্ণু অসহ্য
বৃধ্‌ = বৃদ্ধি,বর্ধিষ্ণু,বর্ধমান
বৃৎ = বর্তমান
পচ্‌ = পাচন,পাচ্য,পাচক
ধৃ =  ধর্ম
গুরু = গৌরব,গরিষ্ঠ,গরিমা
ভজ্‌ = ভজন, ভজনা, ভক্ত, ভক্তি
হাস্‌ = হাসা,হাসি,হাস্য
মুচ্‌ = মুক্ত,মুক্তি
প্রিয় = প্রেম
পঙ্ক = পঙ্কিল
রাজ্‌ = রাজ্য, রাজা, রাজত্ব,সাম্রাজ্য,সম্রাট ,সম্রাজ্ঞী
প্রথ্‌ = পৃথিবী
পৃথু = পৃথ্বি
খা = খাওন,খেকো
খোকা = খুকু
বস্‌ = বসত,বসতি,বস্তি
পণ্ডা = পন্ডিত
হিন্‌স = হিংস্র, হিংসা
বড়্‌ = বড়াই, বড়পনা,বড়ত্ব
নী = নেতা,নেতৃ,নেত্রী,নায়ক,নায়িকা
নী = নয়ন,বিনয়,নত,নীত
জী = জ্যান্ত,জীয়ন্ত,জীবন্ত  
শী = শয়ন
ভী = ভয়,ভীত,ভীরু

কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয়

, অন , অনা ,  অনীয় , অন্ত ,  অক ,অত    
, আই , আইত ,  আল , আলি , আন  , আনি , আমি , আরি,  আমি, আমো , আরী ,আনো
, ইত , ইক , ইন ,ইনী,  ইমন ( ইমা) , ইয়া (এ),ইষ্ঠ, ইল,
, ঈয় ,ঈন
,উয়া (ও) ,  উক  , উকা , উরিয়া ( উরে) , উড়িয়া ( উড়ে)
এয়
ওয়ান ,ওয়ালা
চে  ,  চি
,   টে
ত (ক্ত)  ,  তি  (ক্তি)  , তা  (তৃচ) , তৃ  ,  তব্য ,ত্ব
দানি
না
বিন ( বী )  ,    ব্য
, ময়, মান ,
সা, সে ,সই ,



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন