জুলাই ২০, ২০১৫

ধ্বনি পরিবর্তনের রীতি (৩)

ধ্বনি পরিবর্তনের রীতি (৩)




ধ্বনি বিপর্যয়
কোন শব্দে ব্যঞ্জনবর্ণের পারস্পরিক স্থান বদল হয়ে যায় । এটি ধ্বনি বিপর্যয়
যেমন- পিশাচ>পিচাশ       = শ , চ এর স্থান বিনিময় ঘটেছে ।
   রিকশা>রিশকা         = শ , চ এর স্থান বিনিময় ঘটেছে ।

ধ্বনিলোপ
শব্দে স্বরধ্বনির লোপ ঘটে । একে সম্প্রকর্ষ বলা হয় ।
বসতি>বস্তি        = বসতি শব্দের স-এর ও ধ্বনি বস্তি-তে  লোপ পেয়েছে।   
জানালা>জানলা      = ন এর পরের আ ধ্বনি জানলা-য় লোপ পেয়েছে।   

ব্যঞ্জনবিকৃতি
শব্দের মধ্যে একটি ব্যঞ্জন পরিবর্তন হয়ে যায় । তবে বর্গ ঠিক থাকে ।
শাক>শাগ          = ক এর স্থানে গ , দুটোই ক বর্গের ।
কপাট>কবাট        = প এর স্থানে ব , দুটোই প বর্গের ।  

ব্যঞ্জনচ্যুতি
পাশাপাশি  সম উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পায় ।
বউদিদি>বউদি     বড়দাদা>বড়দা

অন্তর্হতি
এ ক্ষেত্রে একটি ব্যঞ্জনধ্বনির লোপ ঘটে । শব্দমধ্যস্থ একটি ব্যঞ্জনবর্ণের লোপই অন্তর্হতি ।
ফাল্গুন>ফাগুন       = ল এর অন্তর্হতি  
ফলাহার>ফলার      = হ এর অন্তর্হতি  

শ্রুতিধ্বনি
পাশাপাশি দুটি স্বরধ্বনি মিলে যদি দ্বিস্বর না ঘটে, তবে স্বর দুটির মাঝে একটি অতিরিক্ত য়/ব পিচ্ছিল ধ্বনি উচ্চারিত হয়। এটি শ্রুতিধ্বনি(Gliding sound).
শ্রুতিধ্বনি দুই প্রকার।
য়-শ্রুতি ও  ব-শ্রুতি । বাংলায় ব-শ্রুতি নেই বললেই চলে।

মা + আমার = মা +(য়)+আমার    

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন