| 
বাংলা বানান-৩  
নিচের একাধিক বানানের
  ক্ষেত্রে প্রথম বানানটি  
প্রথম পছন্দ হিসেবে সবাই
  ব্যবহার করব ।  | |
| 
ই  | |
| 
ইজারা , ইজার  | 
ইমারত , ইমারৎ  | 
| 
ইজ্জত , ইজ্জৎ  | 
ইলিশ , ইলশে , ইলশা | 
| 
ইঞ্চি , ইঞ্চ  | 
ইসবগুল , ইসপগুল  | 
| 
ইনাম , এনাম  | 
ইস্তিরি , ইস্ত্রি  | 
| 
ইবলিস , ইবলীস   | 
ইশতিহার , ইস্তাহার , ইস্তিহার
   | 
| 
ইমান , ঈমান  | 
ইস্প্রিং , স্প্রিং   | 
| 
ইমাম , এমাম  | 
ইহুদি , ইহুদী  | 
| 
ঈ  | |
| 
ঈদুলফিতর , ঈদুল-ফিতর | 
ঈসা , ইসা | 
| 
উ  | |
| 
উচ্ছে , উচ্ছা  | 
উপরিউক্ত , উপর্যুক্ত  | 
| 
উজার , উজাড়  | 
উপলক্ষ , উপলক্ষ্য  | 
| 
উজবক , উজবুক  | 
উপুড় , উবুড়  | 
| 
উজ্জয়িনী ,
  উজ্জয়নি  | 
উপোস , উপাস  | 
| 
উঠতি , উটতি  | 
উরস , ওরস  | 
| 
উঠা , ওঠা  | 
উল্লসিত  | 
| 
উঠান , উঠোন  | 
উল্লিখিত  | 
| 
উড্ডীন , উড্ডীয়মান  | 
উর্বর , ঊর্বর  | 
| 
উড়ানো , ওড়ানো  | 
উর্বশী , ঊর্বশী  | 
| 
উতরাই , উৎরাই  | 
উল্টা , উলটা | 
| 
উৎক্ষেপ , উৎক্ষেপণ  | 
উসখুস , উশখুশ  | 
| 
উৎসন্ন , উচ্ছন্ন  | 
উসুল , উশুল  | 
| 
উপনিষদ , উপনিষৎ  | |
| 
ঊ  | |
| 
উর্ণনাভ , উর্ণনাভি  | 
উষসী , উষসি | 
| 
এ  | |
| 
একরার , ইকরার  | 
এরশাদ , ইরশাদ  | 
| 
একামত , আকামত  | 
এবাদাত , ইবাদাত  | 
| 
এখতিয়ার , এক্তিয়ার  | 
এলাচ , এলাচি  | 
| 
এজমালি , ইজমালি  | 
এলেম , ইলম  | 
| 
এজলাস , ইজলাস  | 
এলোপাতাড়ি , এলোপাথাড়ি   | 
| 
এজাহার , ইজাহার  | 
এশা , ইশা   | 
| 
এতৎ , এতদ  | 
এশক , ইশক  | 
| 
এতিম , এতীম  | 
এস্তেমাল , ইস্তেমাল  | 
| 
এন্তেকাল , ইন্তেকাল  | 
এহরাম , ইহরাম  | 
| 
এবাদত , ইবাদত  | |
| 
ও | |
| 
ওফাত , ওফাৎ  | 
ওয়াকিফ ওয়াকিব  | 
| 
ওমর , উমর  | 
ওস্তাদ , উস্তাদ  | 
 
 

 
 
 
 
 
 
 

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন