সমাস নির্ণয়ের সহজ উপায় -৩
গ) মধ্যপদলোপী কর্মধারয়ঃ
চেনার উপায় – ক) মধ্যপদ লোপ
পেয়ে এই সমাস হয়।
খ) উভয় পদের মধ্যে পদ আসবে। যেমন- আশ্রিত, মিশ্রিত, চিহ্নিত , বিষয়ক, সূচক, ওপর , রাখার , শোভিত ,
প্লাবিত, মাখানো , রক্ষার , রক্ষার্থে , ঘেরা
ইত্যাদি ।
ব্যাসবাক্য লেখার নিয়ম - পূর্বপদ + মধ্যপদ + পরপদ
উদাহরণ
জ্যোৎস্নারাত =জ্যোৎস্না শোভিত
রাত
আয়কর = আয়ের ওপর কর
বিজয় পতাকা = বিজয় সূচক পতাকা
ধর্মঘট =
ধর্ম রক্ষার ঘট
প্রাণভয় =
প্রাণ যাওয়ার ভয়
শিক্ষামন্ত্রী = শিক্ষা
বিষয়ক মন্ত্রী
সিংহাসন =
সিংহ চিহ্নিত আসন
পলান্ন =
পল মিশ্রিত অন্ন
দুধভাত =
দুধ মিশ্রিত ভাত
ঘ) রূপক কর্মধারয়ঃ
চেনার উপায় – ক) অবাস্তব বা
অতিবাস্তব অর্থের শব্দ থাকবে । যেমন- মনমাঝি , বিষাদসিন্ধু ইত্যাদি।
ব্যাসবাক্য লেখার নিয়ম - পূর্বপদ + রূপ + পরপদ
উদাহরণ
মোহনিদ্রা = মোহ রূপ
নিদ্রা
জীবন প্রদীপ = জীবন রূপ প্রদীপ
বিষাদ সিন্ধু = বিষাদ রূপ সিন্ধু
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন