অব্যয়ীভাব সমাস
চেনার উপায়
– পূর্বপদে
বিভিন্ন অব্যয় ( উপ, অনু, উৎ ----) থাকবে ।
ব্যসবাক্য
করার নিয়ম – পদ + অব্যয়ের অর্থ
অথবা - অব্যয়ের অর্থ + পদ
উদাহরণ
অনুগমন
– গমনের পশ্চাৎ
অথবা – পশ্চাৎ গমন
অব্যয়ের অর্থ –
অনু
= পশ্চাৎ
উপ=
সমীপে/ সদৃশ/ক্ষুদ্র
আ
= পর্যন্ত / ঈষৎ
উৎ
= অতিক্রান্ত
যথা
= অতিক্রম না করে
প্রতি
= বিপরীত / বিরুদ্ধ / প্রতিনিধি
দুর
= অভাব
আরো উদাহরণ
অনুপ্রবেশ
= পশ্চাৎ প্রবেশ
আজীবন
= জীবন
পর্যন্ত
আমরণ
= মরণ
পর্যন্ত
আমূল
= মূল
পর্যন্ত
উপজেলা
= জেলার
ক্ষুদ্র / জেলার সদৃশ
উপকন্ঠ
= কন্ঠের
সমীপে
উদ্বেল
= বেলাকে অতিক্রান্ত
উচ্ছ্বাস
= শ্বাসকে অতিক্রান্ত
প্রতিকূল
= বিপরীত কূল
প্রতিবাদ
= বিপরীত বাদ / বিরুদ্ধ বাদ
প্রতিচ্ছবি
= ছবির প্রতিনিধি
প্রতিচ্ছায়া
= ছায়ার প্রতিনিধি
প্রতিক্ষণ
= ক্ষণে ক্ষণে
যথাশক্তি
= শক্তিকে অতিক্রম না করে
যথারীতি
= রীতিকে অতিক্রম না করে
দুর্ভিক্ষ
= ভিক্ষার অভাব
অতিমাত্র
= মাত্রাকে অতিক্রান্ত
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন