জুলাই ১৮, ২০১৬

পূর্ণমিলন নাকি পুনর্মিলন


পুনর্মিলন,পুনর্জীবন,পুনর্যাত্রা,পুনরাগমণ--- এ জাতীয় শব্দের বানানে প-এর সাথে উ-কার (ু) এবং ন (দন্তন্য) হবে। এক্ষেত্রে ঊ-কার  (ূ ) এবং ণ (মূর্ধন্য) ব্যবহার ভুল হবে।

"পুনঃ" একটি ক্রিয়া বিশেষণ , যার অর্থ আবার।
পুনঃ এর সাথে অন্য শব্দের সন্ধিতে "ঃ" এর স্থানে  র বা রেফ জায়গা দখল করে নেয়। যেমন--পুনঃ+মিলন- পুনর্মিলন, পুনঃ+জীবন-পুনর্জীবন ইত্যাদি।

"পুনঃ" এর কাছাকাছি উচ্চারণের দুটি শব্দ হল "পুণ্য" (সৎকর্ম) এবং "পূর্ণ" (ভরা) । এদের সাথে "পুনঃ" শব্দটি মিলেমিশে একাকার হয়ে বানান বিভ্রাটের জন্ম দেয়।

1 টি মন্তব্য: