জুলাই ২২, ২০১৬

হ্ন এবং হ্ণ এর ব্যবহার

হ্ন এবং হ্ণ  এর ব্যবহার
******************************
হ্ন  তে  আছে হ+ন ।   আর হ্ণ  তে আছে হ+ণ । অর্থাৎ ন (দন্তন্য) হ এর পিঠে সওয়ার করে আর ণ (মূর্ধন্য) হ এর নিচে থাকে।

তবে এ দুটোর ব্যবহারে কখনো কখনো বেশ ঝামেলার সৃষ্টি হয়। একটু সতর্কতাই এর সহজ সমাধান।

ণ-ত্ব বিধানের একটি জটিল ( মনে রাখা) ও লম্বা নিয়মের জন্য এটি বুঝতে কষ্ট হয়।

আসুন এর একটি সহজ কৌশল মনে রাখি ------

যে সব শব্দের অাগে 'র'  , র ফলা    বা  'রেফ' আছে সে সব শব্দে  হ্ণ হবে। যেমন ---- প্রাহ্ণ, পূর্বাহ্ণ,অপরাহ্ণ ইত্যাদি । আর র ,  র ফলা   বা  রেফ  না থাকলে হ্ন হবে। যেমন ----- মধ্যাহ্ন, আহ্নিক , সায়াহ্ন , বহ্নি  ইত্যাদি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন